রেলওয়ে পরীক্ষার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Railway Exam General Knowledge Questions Answers

রেলওয়ে পরীক্ষার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Railway Exam General Knowledge Questions Answers
রেলওয়ে পরীক্ষার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Railway Exam General Knowledge Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি রেলওয়ে পরীক্ষার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Railway Exam General Knowledge Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে রেলওয়ে পরীক্ষার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Railway Exam General Knowledge Questions Answers।




রেলওয়ে পরীক্ষার জেনারেল নলেজ প্রশ্ন উত্তর | Railway Exam General Knowledge Questions Answers

1. রয়াল বায়োস্কোপ কোম্পানি কবে প্রতিষ্টিত হয়?

উত্তর:- ১৮৯৮ রয়াল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্টিত হয়।  

2. ভারতের প্রদর্শিত প্রথম সবাক ছবি কোনটি?

উত্তর:- মেলোডি অব লাভ ভারতের প্রদর্শিত প্রথম সবাক ছবি।


3. বাংলা  ভাষায় প্রদর্শিত প্রথম সবাক চালচিত্র কী?

উত্তর:- বাংলা ভাষায় প্রদর্শিত প্রথম সবাক চালচিত্র জামাইষষ্ঠী।

4. জামাইষষ্ঠী সিনেমাটি কবে প্রদর্শিত হয়?

উত্তর:- ১৯৩১ খ্রিস্টাব্দে জামাইষষ্ঠী সিনেমাটি  প্রদর্শিত হয়।

5. হিন্দি ভাষায় নির্মিত প্রথম সবাক চালচিত্রের কোনটি?

উত্তর:- হিন্দি ভাষায় নির্মিত প্রথম সবাক চালচিত্র হলো আলম আরা।


6. দেবদাস চালচিত্রের পরিচালক কে ছিলেন?

উত্তর:- দেবদাস চালচিত্রের পরিচালক ছিলেন প্রমথেশ বরুয়া।

7. ভারতের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়?

উত্তর:- ভারতের কোনারকের সূর্যমন্দির – কে ব্ল্যাক প্যাগোডা বলা হয়।

8. ভারতের কোন শহরকে মন্দির নগরী বলা হয়?

উত্তর:- ভারতের ভুবনেশ্বর শহরকে মন্দির নগরী বলা হয়। 

9. ফ্রেসকো কী?

উত্তর:- ফ্রেসকো হলো এক ধরণের দেওয়াল চিত্ৰত।

10. ভারতের কোন সাপটোক পাথরের গোড়া কল্পনা ও স্বপ্ন বলা হয়?

উত্তর:- ভারতের তাজমহল – কে পাথরের গোড়া কল্পনা ও স্বপ্ন বলা হয়।


11. বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাহিমিকা রীতিকে প্রচলন প্রথম কথাই শুরু হয়?

উত্তর:- জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাহিমিকা রীতিকে প্রচলন প্রথম শুরু হয়।

12. পথের পাঞ্চালি চলচিত্রের পরিচালক কে ছিলেন?

উত্তর:- পথের পাঞ্চালি চলচিত্রের পরিচালক ছিলেন সত্যজিৎ রায়।

13. পথের পাঞ্চালি কবে মুক্তি পায়?

উত্তর:- ১৯৫৫ খ্রিস্টাব্দে ২৬ আগস্ট পথের পাঞ্চালি মুক্তি প্ৰায়।

14. মেঘ ঢাকা তারার পরিচালক কে?

উত্তর:- মেঘ ঢাকা তারার পরিচালক রির্তিক ঘটক।

15. সত্যজিৎ রায় কবে অস্কার প্রাপ্ত হন?

উত্তর:- ১৯৯২ খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় অস্কার প্রাপ্ত হন।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post