সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ও ফলাফল | Direct Causes and Consequences of World War I . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ও ফলাফল | Direct Causes and Consequences of World War I।
প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ও ফলাফল | Direct Causes and Consequences of World War I
❏ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ: ১৯১৪ খ্রিস্টব্দে ২৮ শে জুন অস্ট্রিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী যুবরাজ আর্চ ডিউক ফার্ডিনান্ড ও তাঁর পত্নী বোসনিয়া প্রদেশের রাজধানী সেরাজেভো নগরে বেড়াতে যান। সেখানে এক আততায়ীর হাতে পত্নীসহ তিনি নিহত হন, এই আততায়ী ছিল অস্ট্রিয়ার প্রজা এবং জাতিতে শ্লাভ। অস্ট্রিয়ার সাম্রাজ্যভুক্ত শ্লাভদের প্রশ্ন নিয়ে সার্বিয়ার সঙ্গে অস্ট্রিয়ার বিরোধ আগে থেকেই ছিল। হত্যাকাণ্ডের অজুহাতে অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে ও তার কাছে কয়েকটি অসম্ভব দাবি উত্থাপন করে।
এই দাবিগুলি পুরণের জন্য মাত্র ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়। সার্বিয়া তাতে রাজি না হওয়ায় অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জার্মানি অস্ট্রিয়ার পক্ষে যোগ দেয়। অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া জার্মানির রাজ্যলিপ্সায় বাধা দেওয়ার জন্য সার্বিয়ার পক্ষে যোগ দেয়, ফলে ১৯১৪ খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
❏ প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল (Results of World War I):
(১) প্রথম বিশ্বযুদ্ধের ফলে চারটি বড়ো সাম্রাজ্যের অবসান ঘটে, যেমন : অস্ট্রিয়া হাঙ্গেরী, তুরস্ক, রাশিয়া ও জার্মানি। রাষ্ট্রীয় পুনর্গঠনের ফলে ইউরোপে চেকোশ্লোভাকিয়া, যুগোশ্লাভিয়া, পোলান্ড প্রভৃতি অনেক নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়। ফলে ইউরোপের মানচিত্রে এক বিরাট পরিবর্তন ঘটে।
(২) এই যুদ্ধের অন্যতম ফল ছিল জাতীয়তাবাদের সাফল্য। বল্কান অঞ্চলে নির্যাতিত জাতীয়তাবাদের আংশিক সাফল্য হয়। চেকোশ্লোভাকিয়া, রুমানিয়া, যুগোশ্লাভিয়া প্রভৃতি দেশে গণতান্ত্রিক সংবিধানের প্রবর্তন করা হয় এবং পুরুষের সঙ্গে নারীদেরও ভোটের অধিকার স্বীকার করা হয়।
(৩) প্রথম বিশ্বযুদ্ধে শ্রমিকদের অবদান ছিল সবার চেয়ে বেশি। সুতরাং বিশ্বযুদ্ধের পর শ্রমিকশ্রেণি স্বভাবতই নিজেদের গুরুত্ব সম্বন্ধে সচেতন হয়ে ওঠে। শ্রমজীবীদের গুরুত্ব বেড়ে যাওয়ায় ইউরোপের অনেক রাষ্ট্রে শ্রমিক কল্যাণমূলক আইন প্রবর্তন করা হয়।
(৪) প্রথম বিশ্বযুদ্ধের ফলে আন্তর্জাতিকতার প্রসার ঘটে। আন্তর্জাতিক শান্তিরক্ষার উপায় হিসাবে ‘লীগ-অফ্-নেসনস্' নামে এক আন্তর্জাতিক সংস্থার প্রতিষ্ঠা হয়।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF