মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ | Reasons for the fall of the Mauryan Empire

মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ | Reasons for the fall of the Mauryan Empire
মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ | Reasons for the fall of the Mauryan Empire

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ | Reasons for the fall of the Mauryan Empire . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ | Reasons for the fall of the Mauryan Empire।




মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ | Reasons for the fall of the Mauryan Empire

❏ মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ (Reasons for the fall of the Mauryan Empire):

মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ :

চন্দ্রগুপ্তের প্রচেষ্টায় বিশাল মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল এবং অশোকের নেতৃত্বে এক কল্যাণব্রতী রাষ্ট্রে পরিণত হয়েছিল, কিন্তু অশোকের মৃত্যুর মাত্র পঞ্চাশ বৎসরের মধ্যে তার পতন ঘটে। পুরাণ ও অন্যান্য তথ্য থেকে জানা যায় যে, মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ খ্রিস্টপূর্ব ১৮৫ অব্দে তাঁকেই হত্যা করে নিজেই মৌর্য সিংহাসন দখল করেন এবং শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয়। মৌর্য সাম্রাজ্যের পতনের মূলে ছিল কয়েকটি কারণ, যেমন :

● প্রথমত : পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে অশোকের প্রতি ব্রায়ণ সম্প্রদায়ের বিরোধীতা মৌর্য সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ ছিল।


● দ্বিতীয়ত : ঐতিহাসিক ভাণ্ডারকরের মতে, অশোকের অতি আধ্যাত্মিক নীতিই মৌর্য সাম্রাজ্যের পতন ডেকে আনে।

● তৃতীয়ত : মৌর্য সাম্রাজ্যের বিশালতা, সামরিক ও প্রশাসনিক দুর্বলতা মৌর্য সাম্রাজ্যের পতনের অপর অন্যতম কারণ।

● চতুর্থত, অনেকে অশোকের অহিংসা নীতিকে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করেছেন, কিন্তু এই অভিযোগ অমূলক। অশোক কোনও বিশেষ শ্রেণির বিরুদ্ধে তাঁর অহিংসা ও প্রাণী হত্যা নিষিদ্ধকরণ নীতি আরোপ করেননি।


■ মৌর্য সাম্রাজ্যের পতনের অন্য কারণগুলো হল :

(১) অশোকের পরবর্তী মৌর্য সম্রাটদের দুর্বলতা,

(২) মৌর্য সাম্রাজ্যের বিশালতা,

(৩) প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার,

(৪) মৌর্য সাম্রাজ্যের অর্থনৈতিক অবনতি ও রাজকোষাগারে চরম অর্থাভাব, প্রভৃতি।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post