জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science Important Questions Answers

জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science Important Questions Answers
জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science Important Questions Answers।




জীবন বিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Life Science Important Questions Answers

1. জীবের গঠনগত ও কার্যগত একককে বলে— 

( a ) কোষ 

( b ) কলা 

( c ) অঙ্গ 

( d ) তন্ত্র


উত্তর:- ( a ) কোষ


2. যে সমস্ত জীবের দেহ অনেকগুলি কোষ দিয়ে তৈরি তাদের বলে— 

( a ) এককোষী 

( b ) অকোষী 

( c ) বহুকোষী 

( d ) দ্বিকোষী


উত্তর:- ( c ) বহুকোষী



3 . কোষ আবিষ্কার করেন— 

( a ) রবার্ট হুক 

( b ) মেন্ডেল 

( c ) বেন্ড্রা

( d ) লিনিয়াস


উত্তর:- ( a ) রবার্ট হুক


4. সবথেকে ক্ষুদ্রতম কোষটির নাম—

( a ) ঈষ্ট 

( b ) ব্যাকটেরিয়া

( c ) মাইকোপ্লাজমা 

( d ) নষ্টক


উত্তর:- ( c ) মাইকোপ্লাজমা


5. সবথেকে আয়তনে বড়ো প্রাণীকোষ হলো— 

( a ) উট পাখির অনিষিক্ত ডিম 

( b ) অ্যামিবা

( c ) মানুষ 

( d ) হাইড্রা


উত্তর:- ( a ) উট পাখির অনিষিক্ত ডিম


6. সবথেকে দীর্ঘতম প্রাণীকোষের নাম— 

( a ) স্নায়ুকোষ 

( c ) পেশি কোষ 

( b ) ত্বককোষ 

( d ) সোয়ান কোষ


উত্তর:- ( a ) স্নায়ুকোষ



7. সবথেকে বড়ো উদ্ভিদকোষ হলো— 

( a ) অ্যাসিট্যাবুলেরিয়া

( b ) ক্ল্যামাইডোমোনাস 

( c ) নষ্টক 

( d ) অ্যাগারিকাস


উত্তর:- ( a ) অ্যাসিট্যাবুলেরিয়া


8. উদ্ভিদকোষের বাইরের আবরণকে বলে— 

( a ) কোষপর্দা

( b ) কোষপ্রাচীর

( c ) ক্যাপসুল

( d ) পিলি


উত্তর:- ( b ) কোষপ্রাচীর


9. কোষের ভিতরের সজীব অর্ধস্বচ্ছ জেলির মতো পদার্থকে বলে— 

( a ) সাইটোপ্লাজম 

( b ) প্রোটোপ্লাজম

( c )নিউক্লিয়াস 

( d ) কোষগহ্বর


উত্তর:- ( b ) প্রোটোপ্লাজম


10. অসংগঠিত নিউক্লিয়াস যুক্ত এবং ক্রোমোজোম বিহীন কোষকে বলে— 

( a ) আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ 

( b ) আদি নিউক্লিয়াস যুক্ত কোষ 

( c ) মেসেক্যারিওটিক 

( d ) ইউক্যারিওটিক


উত্তর:- ( b ) আদি নিউক্লিয়াস যুক্ত কোষ


11. সংগঠিত নিউক্লিয়াস যুক্ত এবং ক্রোমোজোম যুক্ত কোষকে বলে—

( a ) ইউক্যারিওটিক

( b ) প্রোক্যারিওটিক 

( c ) মেসেক্যারিওটিক 

( d ) আদি নিউক্লিয়াস যুক্ত কোষ


উত্তর:- ( a ) ইউক্যারিওটিক


12. সবচেয়ে দীর্ঘ উদ্ভিদ কোষ হলো— 

( a ) পাটতন্তু 

( b ) তুলো

( c ) নারকেল 

( d ) শৈবাল


উত্তর:- ( a ) পাটতন্তু


13. মিডিলল্যামেলা থাকে— 

( a ) উদ্ভিদ কোষে 

( b ) প্রাণী কোষে

( c ) ব্যাকটেরিয়ায় 

( d ) ভাইরাসে


উত্তর:- ( a ) উদ্ভিদ কোষে 


14. সেলুলোজ, পেকটিন নির্মিত উদ্ভিদ কোষের বাইরের আবরণকে বলে— 

( a ) কোষ পর্দা 

( b ) কোষপ্রাচীর

( c ) ক্যাপসুল 

( d ) প্লাজমাপর্দা


উত্তর:- ( b ) কোষপ্রাচীর



15. দুটি উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে কোষ প্রাচীরের মধ্যে দিয়ে যে সংযোগ নালী থাকে তা হলো— 

( a ) কোষরন্ত্র

( b ) প্লাসমোডেসমাটা 

( c ) কোষগহ্বর 

( d ) মাইক্রোভিলাই


উত্তর:- ( b ) প্লাসমোডেসমাটা


16. নীচের কোন্ অংশটি প্রাণীকোষের বৈশিষ্ট্য নয়— 

( a ) কোষপর্দা 

( b ) সেন্ট্রোজোম 

( c ) নিউক্লিয়াস 

( d ) কোষপ্রাচীর


উত্তর:- ( d ) কোষপ্রাচীর


17. নীচের কোন্ অংশটি উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য নয়— 

( a ) কোষপর্দা 

( b ) সেন্ট্রোজোম 

( c ) প্লাসটিড

( d ) নিউক্লিয়াস


উত্তর:- ( b ) সেন্ট্রোজোম


18. কোষ পর্দার নামকরণ করেন যে বিজ্ঞানী তিনি হলেন—

( a ) মুলার 

( b ) বেন্ড্রা 

( c ) পারকিনজি 

( d ) পেফার


উত্তর:- ( d ) পেফার


19. কোষপর্দা গঠিত হয় যে রাসায়নিক পদার্থ নিয়ে তা হলো—  

( a ) প্রোটিন, লিপিড, প্রোটিন

( b ) সেলুলোজ, পেকটিন, সুবেরিন 

( c ) প্রোটিন, লিপিড, উৎসেচক 

( d ) পেপটাইডোগ্লাইকন


উত্তর:- ( a ) প্রোটিন, লিপিড, প্রোটিন


20. কোষপর্দা হলো—

( a ) ভেদ্য

( b ) অভেদ্য  

( c ) অর্ধভেদ্য 

( d ) পচ্ছন্দমাফিক ভেদ্য


উত্তর:- ( c ) অর্ধভেদ্য


21. সমস্ত সজীব কোষের কোষপর্দার গঠন একই এবং তারা একই ধরনের বলে এদিকে বলা হয়-

( a ) একক পর্দা 

( b ) দ্বিএকক পর্দা 

( c ) ত্রিএকক পর্দা 

( d ) কোষপ্রাচীর


উত্তর:- ( a ) একক পর্দা


22. কোষপর্দা কর্তৃক কঠিন বস্তু গ্রহণ করার পদ্ধতিকে বলে- 

( a ) পিনোসাইটোসিস 

( b ) ফ্যাগোসাইটোসিস

( c ) রিভার্স পিনোসাইটোসিস  

( d ) রিভার্স ফ্যাগোসাইটোসিস


উত্তর:- ( b ) ফ্যাগোসাইটোসিস


23. কোষপর্দা কর্তৃক তরল পদার্থ গ্রহণ করার পদ্ধতিকে বলে— 

( a ) পিনোসাইটোসিস 

( b ) ফ্যাগোসাইটোসিস

( c ) রিভার্স পিনোসাইটোসিস  

( d ) রিভার্স ফ্যাগোসাইটোসিস


উত্তর:- ( a ) পিনোসাইটোসিস


24. মাইক্রোভিলাই যুক্ত কোষ হলো— 

( a ) উদ্ভিদকোষ 

( b ) প্রাণী কোষ 

( c ) ব্যাকটেরিয়া কোষ 

( d ) ভাইরাস কোষ


উত্তর:- ( b ) প্রাণী কোষ


25. কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস বাদে বাকি অর্ধস্বচ্ছ জেলির মতো তরলকে বলে 

( a ) সাইটোপ্লাজম 

( b ) প্রোটপ্লাজম 

( c ) এক্টোপ্লাজম 

( d ) এন্ডোপ্লাজম


উত্তর:- ( a ) সাইটোপ্লাজম


26. সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান দানাদার বস্তু বাদে যে তরল অংশ থাকে তাকে বলে— 

( a ) এক্টোপ্লাজম 

( b ) এন্ডোপ্লাজম 

( c ) হায়লোপ্লাজম 

( d ) প্রোটপ্লাজম


উত্তর:- ( b ) এন্ডোপ্লাজম


27. কোষপর্দা সংলগ্ন স্বচ্ছ সাইটোপ্লাজমের অংশকে বলে— 

( a ) এক্টোপ্লাজম 

( b ) এন্ডোপ্লাজম

( c ) হায়লোপ্লাজম 

( d ) প্রোটপ্লাজম


উত্তর:- ( a ) এক্টোপ্লাজম


28. সাইটোপ্লাজমের যে ঘন অংশে কোষ অঙ্গানুগুলি ছড়ানো থাকে তাকে বলে— 

( a ) এন্ডোপ্লাজম

( b ) এক্টোপ্লাজম 

( c ) নিউক্লিওপ্লাজম 

( d ) টোনোপ্লাজম


উত্তর:- ( a ) এন্ডোপ্লাজম


29. কোষগহ্বরের বাইরে অবস্থিত সাইটোপ্লাজমীয় পাতলা স্তরকে বলে -

( a ) এক্টোপ্লাজম 

( b ) ডিপ্লোপ্লাজম 

( c ) হায়োপ্লাজম 

( d ) টোনোপ্লাজম


উত্তর:- ( d ) টোনোপ্লাজম


30. কোষের প্রাণকেন্দ্র বা ফুসফুস হলো- 

( a ) সাইটোপ্লাজম 

( b ) নিউক্লিয়াস 

( c ) গলগি বডি

( d ) মাইটোকনড্রিয়া


উত্তর:- ( b ) নিউক্লিয়াস

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Post a Comment

Previous Post Next Post