সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Physical Science Important Question Answer . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Physical Science Important Question Answer।
ভৌতবিজ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Physical Science Important Question Answer
1. কোন্টি পদার্থের রাসায়নিক ধর্ম প্রকাশ করে?
( a ) পদার্থের দৃঢ়তা, গন্ধ, স্বাদ
( b ) পদার্থের চুম্বক দ্বারা আকর্ষিত বা চুম্বকত্ব প্রাপ্ত হওয়া
( c ) পদার্থের ঘনত্ব, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক
( d ) এর দাহ্য ও দাহক ধর্ম
উত্তর:- ( c ) পদার্থের ঘনত্ব, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক।
2. কোন্টি পদার্থের ভৌত ধর্মের প্রকাশ করে ?
( a ) পদার্থটি পোড়ে কিনা
( b ) পদার্থে অন্য কোনো বস্তু পোড়ে কিনা
( c ) বিভিন্ন অবস্থায় পদার্থটি বায়ু, জল অম্লের সাথে বিক্রিয়া করে বিভিন্ন ধর্মের অন্য পদার্থে রূপান্তরিত হওয়া
( d ) পদার্থের ওজন, আকৃতি ও আয়তন, হিমাঙ্ক ইত্যাদি ধর্ম
উত্তর:- ( d ) পদার্থের ওজন, আকৃতি ও আয়তন, হিমাঙ্ক ইত্যাদি ধর্ম
3. কোন্টি মৌলিক পদার্থ নয়?
( a ) অক্সিজেন
( b ) নাইট্রোজেন
( c ) লোহা
( d ) জল
উত্তর:- ( d ) জল
4. কোন্টি যৌগিক পদার্থ নয়?
( a ) কয়লা
( b ) তামা
( c ) তুঁতে
( d ) হীরা
উত্তর:- ( c ) তুঁতে
5. কোন্টি দাহ্য পদার্থ?
( a ) অক্সিজেন
( b ) হাইড্রোজেন
( c ) নাইট্রোজেন
( d ) লবণ
উত্তর:- ( b ) হাইড্রোজেন
6. কোন্টি অধাতু মৌল নয়?
( a ) লোহা
( b ) ক্লোরিন
( c ) গন্ধক
( d ) ফসফরাস
উত্তর:- ( a ) লোহা
7. লোহায় মরচে পড়ার জন্য কোন্টি দরকার?
( a ) জল ও রোদ
( b ) অক্সিজেন ও খরা
( c ) জল ও আলোক
( d ) জল ও অক্সিজেন
উত্তর:- ( d ) জল ও অক্সিজেন
8. আলো ও তাপ সৃষ্টি করে যে সরল রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে কী বলা হয়?
( a ) মরিচা
( b ) তড়িৎলেপন
( c ) দাহক
( d ) দহন
উত্তর:- ( d ) দহন
9. কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোঅক্সাইড সম্পর্কে কোন্ বাক্যটি সত্য নয়?
( a ) দুটি যৌগই একই ধরনের মৌল দ্বারা গঠিত ( b ) দুটি যৌগই স্বাস্থ্যের পক্ষে হানিকর
( c ) দুটি যৌগই সাধারণভাবে গ্যাসীয় অবস্থায় থাকে
( d ) দুটি যৌগেই একই ধরণের অণু বর্তমান
উত্তর:- ( d ) দুটি যৌগেই একই ধরণের অণু বর্তমান
10. নিম্নলিখিত পদার্থের কোন্টি সমগোত্রীয় নয়? ( a ) বাতাস
( b ) সমুদ্রের জল
( c ) পারদ
( d ) পিতল
উত্তর:- ( c ) পারদ
11. নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোন্টি মিশ্রপদার্থের বৈশিষ্ট্য নয়?
( a ) মিশ্রণে উপাদানগুলির ধর্মের কোনো পরিবর্তন হয় না।
( b ) খুব সহজেই উপাদানগুলিকে মিশ্রণ থেকে পৃথক করা যায়।
( c ) মিশ্রণে নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে। ( d ) মিশ্রণে উপাদানের কণাগুলি কাছাকাছি থাকে।
উত্তর:- ( c ) মিশ্রণে নির্দিষ্ট গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থাকে।
12. রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য সম্বন্ধে কোন্টি সঠিক তথ্য নয়?
( a ) রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভা সমান।
( b ) রাসায়নিক পরিবর্তনের সময় তাপের হ্রাস অথবা বৃদ্ধি হয় না।
( c ) রাসায়নিক পরিবর্তনের সময় পদার্থের অণুর গঠনে আমূল পরিবর্তন হয়।
( d ) রাসায়নিক পরিবর্তন স্থায়ী।
উত্তর:- ( b ) রাসায়নিক পরিবর্তনের সময় তাপের হ্রাস অথবা বৃদ্ধি হয় না।
13. নিম্নলিখিত পরিবর্তনগুলির মধ্যে কোন্ টি রাসায়নিক পরিবর্তন নয়?
( a ) চুনের মধ্যে জল ঢালা হল
( b ) লোহায় মরচে ধরল
( c ) কেরোসিন বাতি জ্বালানো হল
( d ) লোহাকে চুম্বক করা হল
উত্তর:- ( d ) লোহাকে চুম্বক করা হল
14. নীচের কোন্টি ‘অ্যাজোট’ গ্যাস নামে পরিচিত?
( a ) H2
( b ) N2
( c ) O2
( d ) Cl2
উত্তর:- ( b ) N2
15. নীচের কোন্ ধাতুটি জলের থেকে হাল্কা?
( a ) Pt
( b ) Cu
( c ) Ag
( d ) Na
উত্তর:- ( d ) Na
16. নীচের কোন্টি আম্লিক অক্সাইড?
( a ) CrO3
( b ) Na2O
( c ) K2O
( d ) কোনোটিই নয়
উত্তর:- ( a ) CrO3
17. লাল বর্ণের অক্সাইড যৌগটি হল—
( a ) HgO
( b ) CuO
( c ) ZnO
( d ) NO2
উত্তর:- ( a ) HgO
18. কোন্ পদার্থ ক্ষারীয় পাইরোগ্যালেট দ্রবণে শোষিত হয়ে দ্রবণের বর্ণ বাদামি করে?
( a ) ক্লোরিন
( b ) ব্রোমিন
( c ) নাইট্রোজেন
( d ) অক্সিজেন
উত্তর:- ( d ) অক্সিজেন
19. নীচের কোন্টি দহন সহায়ক পদার্থ?
( a ) অ্যান্টিমনি
( b ) হাইড্রোজেন
( c ) ক্লোরিন
( d ) কার্বন ডাইঅক্সাইড
উত্তর:- ( c ) ক্লোরিন
20. হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে না-
( a ) লোহা
( b ) পারদ
( c ) প্যালাডিয়াম
( d ) প্ল্যাটিনাম
উত্তর:- ( b ) পারদ
21. মরিচা সম্পর্কে কোন্ উক্তি সত্য নয়?
( a ) মরিচার রাসায়নিক নাম- আয়রণ অক্সাইড
( b ) মরিচাকে চুম্বক আকর্ষণ করে
( c ) মরিচা পড়াকে মৃদু দহন বলে
( d ) লোহার ওপর মরিচা পড়লে লোহার ওজন বাড়ে।
উত্তর:- ( b ) মরিচাকে চুম্বক আকর্ষণ করে
22. বিজারকসমূহের উদাহরণ হল—
( a ) CO, NH3, CO2, SO2
( b ) CO, H2, SO2, CO2
( c ) H2, NH3, H2S, CO
( d ) CO, HCI, H2S, F2
উত্তর:- ( c ) H2, NH3, H2S, CO
23. আয়রণ ও সালফার পরস্পরের সাথে 7 : 4 ওজন অনুপাতে যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে তা হল—
( a ) ফেরাস সালফাইড
( b ) ফেরাস অক্সাইড
( c ) আয়রণ পাইরাইটিস
( d ) ফেরাস সালফেট
উত্তর:- ( a ) ফেরাস সালফাইড
24. মরচে ধরা এমন আস্তরণ গঠনের ঘটনা, যেখানে—
( a ) দস্তা অক্সিজেনের সাথে ক্রিয়া করে
( b ) টিন (Sn) অক্সিজেন ও জলের সাথে ক্রিয়া করে
( c ) শুষ্ক বায়ুতে লোহা সোদক অক্সাইডে পরিণত হয়।
( d ) আর্দ্র বায়ুতে লোহা সোদক অক্সাইডে পরিণত হয়।
উত্তর:- ( d ) আর্দ্র বায়ুতে লোহা সোদক অক্সাইডে পরিণত হয়।
25. বারুদের একটি উপাদান হল—
( a ) পটাসিয়াম নাইট্রেট
( b ) সোডিয়াম নাইট্রেট
( c ) পটাসিয়াম নাইট্রাইট
( d ) সোডিয়াম নাইট্রাইট
উত্তর:- ( a ) পটাসিয়াম নাইট্রেট
26. কোন্ মৌলটি বায়ুর অক্সিজেনের সঙ্গে উত্তপ্ত অবস্থায় যুক্ত হয়ে লালবর্ণে পরিণত হয়?
( a ) পারদ
( b ) নাইট্রোজেন
( c ) সোডিয়াম
( d ) ম্যাগনেসিয়াম
উত্তর:- ( a ) পারদ
27. কোনো নির্দিষ্ট যৌগে মৌলগুলির ওজনের অনুপাত —
( a ) সর্বদাই নির্দিষ্ট অনুপাতে থাকবে
( b ) নির্দিষ্ট অনুপাতে মাঝে মাঝে থাকবে
( c ) নির্দিষ্ট অনুপাত কখনই থাকে না
( d ) সর্বদাই পরিবর্তনশীল
উত্তর:- ( d ) সর্বদাই পরিবর্তনশীল
28. পিতল কী কী ধাতুর মিশ্রণ?
( a ) তামা ও লোহা
( b ) তামা ও দস্তা
( c ) তামা ও টিন
( d ) লোহা ও টিন
উত্তর:- ( c ) তামা ও টিন
29. নীচের পদার্থগুলির মধ্যে কোন্টি মিশ্র পদার্থ নয়?
( a ) পিতল
( b ) ধোঁয়া
( c ) কলিচুন
( d ) ওয়াটার গ্যাস
উত্তর:- ( c ) কলিচুন
30. পরমাণুর রাসায়নিক ধর্ম নির্ভর করে-
( a ) ইলেকট্রন
( b ) প্রোটন
( c ) নিউট্রন
( d ) নিউট্রন ও প্রোটন
উত্তর:- ( a ) ইলেকট্রন
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF
