পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ | WestBengal Gk Questions Answers

পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ | WestBengal Gk Questions Answers
পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ | WestBengal Gk Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ | WestBengal Gk Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ | WestBengal Gk Questions Answers।




পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ | WestBengal Gk Questions Answers

1. পশ্চিমবঙ্গের যে জেলাগুলির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেগুলির নাম লেখো।


উত্তর:- পশ্চিমবঙ্গের যে জেলাগুলির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে সেগুলি হলো- নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া।


2. পশ্চিমবঙ্গের পূর্বদিকে অবস্থিত দেশটির নাম লেখো।


 উত্তর:- বাংলাদেশ।



3. বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি?


 উত্তর:- 23টি।


4. উত্তর-পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় কোন শহরকে?


 উত্তর:- শিলিগুড়িকে।


5. দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার বলা হয় কোন স্থানকে?


 উত্তর:- ক্যানিং।


6. বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় কোন জেলা নামে পরিচিত?


উত্তর:- পুরুলিয়া।


7. পশ্চিমবঙ্গের ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে কবে? 


উত্তর:- 21 শে জুন তারিখে।



8. সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য কোন জেলায় অবস্থিত? 


উত্তর:- দক্ষিণ 24 পরগনা।


9. পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর কোনটি?


উত্তর:- আলিপুর।


10. ‘Chicken’s Neck’ বলা হয় পশ্চিমবঙ্গের কোন স্থানকে?


উত্তর:- উত্তর দিনাজপুর জেলার চোপড়াকে।


11. ‘City of Joy’ বলা হয় কোন শহরকে?


উত্তর:- কলকাতাকে।


12. পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অংশ কী নামে পরিচিত?


উত্তর:- বরেন্দ্রভূমি।


13. বাংলা ও নেপাল সীমান্তে কোন পর্বত রয়েছে? 


উত্তর:- সিঙ্গলিলা।


14. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো?


উত্তর:- সান্দাকফু।


15. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো?


উত্তর:- গোর্গাবুরু।



16. পশ্চিমবঙ্গে বালিয়াড়ি দেখা যায় কোথায়?


উত্তর:-  উপকূলীয় সমভূমিতে।


17. রাঢ় সমভূমির ভূপ্রকৃতি কী প্রকৃতির?


উত্তর:-  তরঙ্গায়িত।


18. কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেখো? 


উত্তর:- ঋষিলা।


19. বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় কোথায়?


উত্তর:- ভুটানে।


20. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ কোন জেলায় দেখা যায়?


উত্তর:- বীরভূমে।


21. পেডং কথার অর্থ কী?


উত্তর:- পেডং কথার অর্থ অর্কিডের শহর।


22. তরাই শব্দের অর্থ লেখো।


উত্তর:- স্যাঁতসেঁতে ভূমি।


23. শুশুনিয়া পাহাড় অবস্থিত কোন জেলায়?


উত্তর:- বাঁকুড়া জেলায়।


24. দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station কোনটি?


উত্তর:- ঘুম।


25. রাঙামাটির দেশ বলা হয় কোন অঞ্চলকে?


উত্তর:- রাঢ় অঞ্চলকে।


26. মথুরাখালি পাহাড় অবস্থিত কোন জেলায়?


উত্তর:-  বীরভূমে।


27. গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের কোন স্থানে?


উত্তর:- ধুলিয়ানে।


28. গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে প্রায় কত কিমি?


উত্তর:- 520 কিমি।


29. পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি?


উত্তর:- গঙ্গা।


30. দামোদর নদকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- বাংলার দুঃখ।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Post a Comment

Previous Post Next Post