এক নজরে পশ্চিমবঙ্গ | Westbengal Related Question Answer

এক নজরে পশ্চিমবঙ্গ | Westbengal Related Question Answer
এক নজরে পশ্চিমবঙ্গ | Westbengal Related Question Answer

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি এক নজরে পশ্চিমবঙ্গ | Westbengal Related Question Answer . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে এক নজরে পশ্চিমবঙ্গ | Westbengal Related Question Answer।




এক নজরে পশ্চিমবঙ্গ | Westbengal Related Question Answer

1. পশ্চিমবঙ্গের আয়তন কত? 


উত্তর:- ৮৮,৭৫২ বর্গ কিমি


2. পশ্চিমবঙ্গের মােট জনসংখ্যা কত?


উত্তর:- ৯ কোটি ১৩ লক্ষ ৪৭ হাজার ৭৩৬ জন (২০১১)


3. জনবসতির ঘনত্বে রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের স্থান কত?


উত্তর:- চতুর্থ


4. পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ কত?


উত্তর:- ১৩.৪ শতাংশ



5. পশ্চিমবঙ্গের শহরের সংখ্যা কটি?


উত্তর:- ১৯৫ টি


6. পশ্চিমবঙ্গের গ্রামের সংখ্যা কটি?


উত্তর:- ৩৮,৭০০ টি


7. পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি?


উত্তর:- উত্তর ২৪ পরগণা


8. পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা কোনটি?


উত্তর:- দার্জিলিং



9. পশ্চিমবঙ্গের আয়তনের ক্ষুদ্রতম জেলা কোনটি?


উত্তর:- কলকাতা (১৮৭.৩৩ বর্গকিমি)


10. পশ্চিমবঙ্গের আয়তনে বৃহত্তম জেলা কোনটি?


উত্তর:- দক্ষিন ২৪ পরগনা


11. পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় কাকে?


উত্তর:- দুর্গাপুর


12. পশ্চিমবঙ্গের জলবায়ুর নাম কী প্রকৃতির?


উত্তর:- ক্রান্তীয় মৌসুমী জলবায়ু


13. পশ্চিমবঙ্গের প্রধান ফসলটির নাম লেখো।


উত্তর:- ধান


14. পশ্চিমবঙ্গের কোন গ্রামকে ‘গ্রামরত্ন’ বলা হয়?


উত্তর:- ফুলিয়া (নদীয়া)


15. বাংলার ‘অক্সফোর্ড' বলা হয় কাকে?


উত্তর:- নবদ্বীপকে


16. পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে ছিলেন?


উত্তর:- পদ্মজা নাইডু


17. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম লেখো?


উত্তর:- মমতা ব্যানার্জী


18. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম লেখো।


উত্তর:- মেছো বিড়াল



19. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম লেখো।


উত্তর:- সাদা গলা মাছরাঙ্গা


20. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম লেখো।


উত্তর:- শিউলী


21. পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদের নাম লেখো।


উত্তর:- ছাতিম


22. পশ্চিমবঙ্গের লােকসভার তফশিলি জাতির সংরক্ষিত আসন সংখ্যা কয়টি?


উত্তর:- ১০ টি


23. পশ্চিমবঙ্গের লােকসভায় তফশিলি উপজাতির সংরক্ষিত আসন কয়টি?


উত্তর:- ২ টি


24. পশ্চিমবঙ্গের লােকসভার সাধারণের জন্য আসন সংখ্যা কয়টি?


উত্তর:- ৩০ টি


25. পশ্চিমবঙ্গের লােকসভার মােট আসন সংখ্যা কয়টি? 


উত্তর:- ৪২ টি


26. বিধানসভায় তপশিলি জাতির সংখ্যা কয়টি?


উত্তর:- ৬৮ টি


27. বিধানসভায় তপশিলি উপজাতির সংখ্যা কয়টি?


উত্তর:- ১৬ টি


28. বিধানসভায় সাধারণের জন্য আসন সংখ্যা কয়টি?


উত্তর:- ২১০ টি


29. বিধানসভায় মােট আসন সংখ্যা কয়টি?


উত্তর:- ২৯৪ টি


30. পশ্চিমবঙ্গের প্রধান ফসল কোনটি?


উত্তর:- ধান (কৃষিজমির ৭৫ শতাংশ অংশে ধান চাষ হয়)

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Post a Comment

Previous Post Next Post