উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা | Kothari Commission and Education System of India Questions Answers

 

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা | Kothari Commission and Education System of India Questions Answers
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা | Kothari Commission and Education System of India Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা | Kothari Commission and Education System of India Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা | Kothari Commission and Education System of India Questions Answers ।




উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা | Kothari Commission and Education System of India Questions Answers              

1. 'ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস‘ চালু করার প্রস্তাব দিয়েছিল কোন কমিশন? 


উত্তর:- কোঠারি কমিশন


2. সাধারণ শিক্ষা ব্যবস্থা বলতে কী বোঝো?


উত্তর:- সাধারণ শিক্ষা ব্যবস্থা বলতে বোঝোয়- জ্ঞান অর্জনের জন্য প্রচলিত বিদ্যালয়ভিত্তিক শিক্ষা, সর্বসাধারণের শিক্ষা, এবং দক্ষতা অর্জন যা ব্যক্তিকে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করা।


3. কমিশনের মতে প্রাক্‌প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য উল্লেখ করো।


উত্তর:- সু-অভ্যাস গড়ে তোলা। 


4. প্রথম জাতীয় শিক্ষানীতির সুপারিশ করেছিল কোন কমিশন?


উত্তর:- কোঠারি কমিশন 


5. কোঠারি কমিশন প্রথাগত শিক্ষায় প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর ভর্তির ন্যূনতম বয়স নির্ধারণ করেছিল কত? 


উত্তর:- ৬ বছর + 


6. কোঠারি কমিশন সাধারণ শিক্ষার জন্য কী সুপারিশ করেছিল কত বছরের? 


উত্তর:- দশ বছরের 


7. বিদ্যালয়গুচ্ছ (স্কুল কমপ্লেক্স) -এর সুপারিশ করেছিল কোন কমিশন?


উত্তর:- কোঠারি কমিশন 


8. কোঠারি কমিশনের মতে জাতীয় শিক্ষা কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী ছিল? 


উত্তর:- সকলের জন্য শিক্ষার সম সুযোগ নিশ্চিত করা 


9. কোন কমিশনের দ্বারা শিক্ষার কাঠামো 10 + 2 + 3 + 2 করার প্রস্তাব দেওয়া হয়েছিল? 


উত্তর:- কোঠারি কমিশনের দ্বারা।


10. শিক্ষার যে সমস্যাটির উপর কোঠারি কমিশন বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি উল্লেখ করো। 


উত্তর:- শিক্ষার আধুনিকীকরণের সমস্যা। 


11. কোঠারি কমিশনে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণিকে শিক্ষার কোন স্তর হিসেবে চিহ্নিত করা হয়েছিল? 


উত্তর:- প্রারম্ভিক স্তর


12. প্রাক্‌প্রাথমিক শিক্ষার উপর সর্বপ্রথম গুরুত্ব প্রদান করাছিল কোন কমিশন?


উত্তর:- কোঠারি কমিশনে


13. কোঠারি কমিশনে টাস্কফোর্সের মোট সংখ্যা কত নির্ধারণ করা হয়েছিল?


উত্তর:- 12 


14. SUPW- এর সম্পূর্ণ কথাটি লেখো? 


উত্তর:- SUPW- এর সম্পূর্ণ কথাটি হলো Socially Useful Productive Work. 


15. NLM- এর সম্পূর্ণ কথাটি উল্লেখ করো ? 


উত্তর:- NLM- এর সম্পূর্ণ কথাটি হলো- National Literacy Mission . 


16. POA বলতে কী বোঝা যায়?


উত্তর:- রামমূর্তি কমিটি (1990) এবং জনার্দন রেড্ডি কমিটি (1992) প্রদত্ত রিপোর্টের ভিত্তিতে 1986 সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতে কিছু বদল আনা হয়েছিল। সেই শিক্ষানীতিই পোগ্রাম অব অ্যাকশন বা সংক্ষেপে POA নামে পরিচিত। 


17. মাধ্যমিক শিক্ষা কাকে বলে?


উত্তর:- যে শিক্ষা প্রাথমিক শিক্ষার পর শুরু হয়ে সুনাগরিক হয়ে ওঠার পথে ব্যক্তিকে সার্বিক ভাবে সহায়তা করে এবং বিভিন্ন সামাজিক গুণাবলির বিকাশ ঘটিয়ে মানুষকে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং উচ্চশিক্ষা গ্রহণের উপযোগী করে তোলে তাকে মাধ্যমিক শিক্ষা বলা হয়ে থাকে। 


18. মাধ্যমিক শিক্ষাস্তরে বৃত্তিশিক্ষা বিষয়ে কী সুপারিশ করা হয়েছিল? 


উত্তর:- বালক ও বালিকা দু’জনের জন্য পূর্ণ এবং আংশিক সময়ের কোর্সের বন্দোবস্ত করার সুপারিশ করা হয়েছিল। 


19. কোঠারি কমিশন কবে তার কাজ শুরু করে এবং কবে তার রিপোর্ট প্রকাশ করে? 


উত্তর:- কোঠারি কমিশন 1964 সালের 2 অক্টোবর কাজ শুরু করেছিল। 1966 সালের 29 জুন 'এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট' নামে তার রিপোর্ট প্রকাশ করে। 


20. বৃত্তিমূলক শিক্ষার দু’টি সমস্যার লেখো।


উত্তর:- বৃত্তিমূলক শিক্ষার বহুবিধ সমস্যা ছিল। এর মধ্যে কয়েকটি হলো— 

দেশের যত্রতত্র বৃত্তিমূলক কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এর ফলে প্রয়োজনের সঙ্গে ডিপ্লোমাধারী শিক্ষার্থী সংখ্যার বেড়েই চলছে। এর ফলে বাড়ছে বেকারির সংখ্যা। 


এছাড়া, এধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সরকারের সমন্বয় থাকে না। ফলে প্রশিক্ষণ শেষেও বেশিরভাগ শিক্ষার্থী চাকরি পাচ্ছে না। 


21. সাধারণধর্মী শিক্ষা বলতে কী বোঝো? 


উত্তর:- সাধারণধর্মী শিক্ষা বলতে সেই শিক্ষাকে বোঝানো হয়ে থাকে যা ব্যক্তিকে বিকশিত করে জাতি গড়ে তুলতে সাহায্য করে এবং সমাজের সামগ্রিক কল্যাণ সাধন করে থাকে। 


22. বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা বলতে কী বোঝো? 


উত্তর:- বিশেষ কোনো বৃত্তি বা পেশায় দক্ষতা অর্জনের জন্য সেই লক্ষ্য সামনে রেখে নিদিষ্ট ভাবে শিক্ষালাভ করাই হলো বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা। 


23. উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রধান প্রতিষ্ঠানটির নাম উল্লেখ করো? 


উত্তর:- উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রধান প্রতিষ্ঠাটি হলো পলিটেকনিক -কলেজ। 


24. কারিগরি শিক্ষার দু’টি প্রতিষ্ঠানের উল্লেখ করো। 


উত্তর:- ITI বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট : এটি একটি সরকার নিয়ন্ত্রিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারেন। 


 এছাড়া, পলিটেকনিক কলেজ : এটি উচ্চমাধ্যমিক স্তরের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। 


25. কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি উল্লেখ করো?


উত্তর:- মাধ্যমিক স্তরের পাঠক্রমের বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ করা ত্রিভাষা সূত্রটি হলো– 1. মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। 2. রাষ্ট্রভাষা (হিন্দি) বা সহকারী ভাষা (ইংরেজি)। 3. একটি আধুনিক ভারতীয় ভাষা বা বিদেশি ভাষা যা পাঠক্রম –এর অন্তর্ভুক্ত নয়। এই তিনটি ভাষাই আবশ্যিক বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post