উচ্চভূমি এবং মালভূমির সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition and Characteristics of Highlands and Plateaus

উচ্চভূমি এবং মালভূমির সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition and Characteristics of Highlands and Plateaus
উচ্চভূমি এবং মালভূমির সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition and Characteristics of Highlands and Plateaus

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চভূমি এবং মালভূমির সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition and Characteristics of Highlands and Plateaus . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চভূমি এবং মালভূমির সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition and Characteristics of Highlands and Plateaus।




উচ্চভূমি এবং মালভূমির সংজ্ঞা ও বৈশিষ্ট্য | Definition and Characteristics of Highlands and Plateaus

❏ উচ্চভূমি এবং মালভূমির সংজ্ঞা ও বৈশিষ্ট্য | (Definition and characteristics of Highlands and Plateaus):-

■ উচ্চভূমি — কোনো বেশ বড়োসড়ো ভূভাগ চারপাশের সংলগ্ন অঞ্চল থেকে মোটামুটি 50 মিটারের মতো উঁচু হলেই তাকে উচ্চভূমি বলে।

■ মালভূমি — সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 300 মিটার উচ্চ, চারপাশ খাড়া ঢালবিশিষ্ট, বিস্তীর্ণ, প্রায়সমতল উচ্চভূমিকে মালভূমি বলে।


■ মালভূমির বৈশিষ্ট্য :

● মালভূমি একটি বিস্তীর্ণ উচ্চভূমি।

● মালভূমির উপরিভাগ প্রায়-সমতল বা কিছুটা তরঙ্গায়িত হয়।

● মালভূমির চারদিকের ঢাল খাড়াই, অন্তত একদিকের ঢাল খাড়াই থাকতেই হবে, অর্থাৎ মালভূমির পার্শ্বদেশ যথেষ্ট খাড়াভাবে নেমে আসে।

● মালভূমিতে পাহাড় থাকতে পারে।

সাধারণভাবে বুঝতে হলে ঘরের মেঝের সাপেক্ষে টেবিলকে মালভূমি মনে করলে, আমরা মালভূমির বৈশিষ্ট্য সম্বন্ধে কিছুটা ধারণা করতে পারি।


পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার ভূপ্রকৃতি মালভূমি প্রকৃতির। ভারতের মধ্যে বৃহত্তম মালভূমি হল দাক্ষিণাত্য মালভূমি এবং উচ্চতম মালভূমি হল জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত লদ্দাখ মালভূমি। পৃথিবীর উচ্চতম মালভূমি হল তাজিকিস্তানে অবস্থিত পামির মালভূমি, পৃথিবীর ছাদ নামেও বিখ্যাত।

আফ্রিকা মহাদেশ সবটাই মালভূমি এবং পৃথিবীর বৃহত্তম মালভূমি। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যটিও সবটাই মালভূমি এবং ছোটনাগপুর মালভূমি নামে পরিচিত। হিমালয় পর্বতের উত্তর দিকে রয়েছে তিব্বত মালভূমি। ভারতে মহারাষ্ট্র রাজ্যে লাভাগঠিত মালভূমি রয়েছে।


■ মানবজীবনের ওপর মালভূমির প্রভাব :

● মালভূমি অঞ্চলগুলি, বিশেষত প্রাচীন মালভূমি খনিজসম্পদে সমৃদ্ধ।

● এই খনিজসম্পদকে ভিত্তি করে খনিজসম্পদভিত্তিক শিল্প গড়ে ওঠে।

● নদীগুলি খরস্রোতা হয়, তা থেকে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা হয়।

● মালভূমি অঞ্চলে পশুপালন ও পশুশিকার অধিবাসীদের অন্যতম জীবিকা।

● কম বসতির জন্য মালভূমি অঞ্চলে জনবসতির ঘনত্ব সমভূমি অঞ্চল অপেক্ষা কম হয়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post