সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সৌরজগৎ সংক্রান্ত প্রশ্ন ও উত্তর | Solar System Questions and Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সৌরজগৎ সংক্রান্ত প্রশ্ন ও উত্তর | Solar System Questions and Answers।
সৌরজগৎ সংক্রান্ত প্রশ্ন ও উত্তর | Solar System Questions and Answers
❏ সৌরজগৎ সংক্রান্ত প্রশ্ন ও উত্তর (Solar System Questions and Answers):-
আমরা আকাশে দিনের বেলায় সূর্য এবং রাতে চাঁদ ও বহু আলোকবিন্দু দেখতে পাই। এদের সাধারণভাবে জ্যোতিষ্ক বলে। জ্যোতিষ্ক প্রধানত তিন প্রকার — নক্ষত্র, গ্রহ ও উপগ্রহ। এছাড়া উল্কা, ধূমকেতু, ছায়াপথ প্রভৃতিও দেখা যায়। ছায়াপথ (Galaxy) — মেঘমুক্ত রাতের আকাশে যে হালকা উজ্জ্বল আলোর রেখাপথের মতো দেখা যায়, তাকে ছায়াপথ বলে। ছায়াপথে কোটি কোটি নক্ষত্রের সমাবেশ। আমাদের সূর্য যে ছায়াপথের অন্তর্গত সেখানে রয়েছে দশ লক্ষ সূর্য। আমাদের ছায়াপথকে দুগ্ধধারার সঙ্গে তুলনা করে milky way বলা হয়, বাংলায় বলা হয় আকাশগঙ্গা।
■ সৌরজগৎ :
সৌরজগৎ যে ‘সূর্য’ (নক্ষত্র ) -কে কেন্দ্র করে যে যে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু ইত্যাদি পরিক্রমণ করে, তাদের নিয়েই গঠিত হয় সেই সূর্যের ‘সৌরজগৎ’ (solar system)। আমাদের সৌরজগতের আকৃতি — সব মিলিয়ে মোটামুটি একটি চাকতির মতো, যা সবসময় ঘুরে চলেছে। এর ব্যাস প্রায় 1,173 কোটি কিমি। আমরা যে সৌরজগতে রয়েছি, তার কেন্দ্রে রয়েছে আমাদের পরিচিত — সূর্যনক্ষত্র, আর এই সূর্যনক্ষত্রের পরিবারে রয়েছে এখনও পর্যন্ত জ্ঞাত ও প্রতিষ্ঠিত ৪ টি গ্রহ, একটি বামন গ্রহ, 167 টি উপগ্রহ, 3000 -র মতো আবিষ্কৃত গ্রহাণু এবং প্রায় 1 লক্ষ কোটি ধূমকেতু।
■ নক্ষত্র (Star) — যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলোক ও উত্তাপ আছে তাদের নক্ষত্র, তারকা বা সাধারণ ভাষায় ‘তারা' বলে। আমাদের পৃথিবীর নিকটতম নক্ষত্র ‘সূর্য’ কিন্তু আমাদের সৌরজগতের নিকটতম নক্ষত্র হল — প্রক্সিমা সেন্টরাই। এর পরে কাছের নক্ষত্র হল – ধ্রুব নক্ষত্র (ধ্রুবতারা)।
■ গ্রহ (Planet) – যেসব জ্যোতিষ্ক— (i) তাদের নিজ নিজ কক্ষপথে কোনো নক্ষত্রবিশেষকে নিয়মিতভাবে পরিক্রমণ করে চলে, (ii) মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে গোলকাকৃতি ধারণ করার মতো যথেষ্ট ভর রয়েছে, এবং (iii) অন্যান্য জ্যোতিষ্কের প্রভাবে প্রভাবিত না হয়ে বা অন্যের কক্ষপথকে অতিক্রম না করে নিজ কক্ষে অবিচলিতভাবে নির্দিষ্ট নক্ষত্রকে পরিক্রমণ করে যেতে পারে। তাদের সেই নক্ষত্রের গ্রহ বলে।
■ বামন গ্রহ প্লুটো — কোনো জ্যোতিষ্ক, গ্রহ হওয়ার সকল শর্তের মধ্যে যদি একটিতেও ব্যর্থ হয়, তাহলে তাকে IAU - 2006 -এর সিদ্ধান্ত অনুযায়ী গ্রহ -এর মর্যাদা না দিয়ে ‘বামন গ্রহ’ রূপে গণ্য করা হবে।
■ গ্রহাণু (Asteroid) — গ্রহাণু হল গ্রহের অণু-আকারবিশিষ্ট জ্যোতিষ্ক, অর্থাৎ অতিক্ষুদ্র আকারের গ্রহ। গ্রহাণুগুলি ঝাঁকে ঝাঁকে থাকলে সেই ঝাঁককে বলা হয় গ্রহাণুপুঞ্জ। আমাদের সৌরজগতে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝামাঝি অঞ্চলে গ্রহাণুপুঞ্জের বলয় রয়েছে।
■ গ্রহাণুগুলির সৃষ্টি – বিজ্ঞানীদের ধারণা, এককালে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে কোনো গ্রহ ছিল, কোনো কারণে সেটি খণ্ড-বিখণ্ডিত হয়ে এই গ্রহাণুপুঞ্জের সৃষ্টি হয়েছে।
■ উল্লেখযোগ্য গ্রহাণু — সব চেয়ে বড়ো গ্রহাণু সিরিজ (Ceres), ব্যাস 1000 কিমি - ও নয়।
একজন ভারতীয়ও একটি নতুন গ্রহাণু আবিষ্কার করেছেন, নাম রাখা হয়েছে রামানুজম। পৃথিবীর নিকটতম গ্রহাণুটি হল ইরস (Eros), দূরত্ব 31 : 6 কোটি কিমি।
■ উপগ্রহ (Satellite) — যেসব জ্যোতিষ্ক তাদের নিজ নিজ কক্ষপথে কোনো গ্রহবিশেষকে পরিক্রমা করে চলে, তাদের বলা হয় সেই গ্রহের উপগ্রহ। এই হিসাবে আমাদের পৃথিবীর উপগ্রহ হল আমাদের পরিচিত ‘চাঁদ' (Moon)।
■ উল্কা (Meteor) — যখন কোনো মহাজাগতিক পিণ্ড বায়ুমণ্ডলে প্রবেশ করে ও জ্বলে উঠে দৃশ্যমান হয়, তখন তাকে উল্কা বলে। উল্কার নিজস্ব কোনো আলো নেই; আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্র বায়ুস্তরের ঘর্ষণে ক্রমশ উত্তপ্ত হয়ে দৃশ্যমান হয়ে জ্বলে ওঠে এবং অবশিষ্ট অংশ পৃথিবীর বুকে এসে পড়ে। একে উল্কাপাত বলে। মহারাষ্ট্রে অবস্থিত লোনার হ্রদটিও উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্ট হয়েছে বলে জানা গেছে।
■ ধূমকেতু (Comet) — ‘ধূমকেতু’ শব্দের অর্থ ‘ধোঁয়ার (গ্যাসের) পতাকা’। ধূমকেতু আকাশে হঠাৎ উদিত হয় এবং কখনও মাত্র কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে দেখা যায়।
● আকাশে যে দিকে সূর্য থাকে, ধূমকেতুও সেইদিকেই দেখা যায়, অর্থাৎ সূর্যোদয়ের সময় পূর্বাকাশে এবং সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে।
● ধূমকেতুর দুটি অংশ — নিউক্লিয়াস ও পুচ্ছ। পুচ্ছটিই হল ধূমকেতুর বৈশিষ্ট্য।
● কোনো কোনো ধূমকেতু নির্দিষ্ট সময় অন্তর দেখা যায়। এদের মধ্যে হ্যালির ধূমকেতু বিখ্যাত। এটি 75-76 বছর অন্তর দেখা যায়। শেষ দেখা গিয়েছিল 1985 সালে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF