24th July 2024 Current Affairs in Bengali Quiz | 24th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 24th July 2024 Current Affairs in Bengali Quiz | 24th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th July 2024 Current Affairs in Bengali Quiz | 24th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
24th July 2024 Current Affairs in Bengali Quiz | 24th জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য IFFM দ্বারা কে সম্মানিত হতে চলেছে?
উত্তর:- রাম চরণ
2. প্যারিস অলিম্পিক প্রচারের জন্য BCCI কত টাকা অনুদান দিয়েছে?
উত্তর:- 8.5 কোটি টাকা
3. সম্প্রতি Harrie Massey সম্মানে সম্মানিত হলেন ভারতের কোন মহাকাশ বিজ্ঞানী?
উত্তর:- প্রল্লাদ চন্দ্র আগারওয়াল
4. সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কে?
উত্তর:- মনোজ সোনি
5. Best Technology Award জিতল কোন ভারতীয় ইনস্টিটিউট?
উত্তর:- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চ (IISR)
6. আমেরিকা যুক্তরাষ্ট্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর:- বিনয় কাউত্রা
7. মহিলা এশিয়া কাপের নবমতম সংস্করণ আয়োজিত হচ্ছে কোন দেশে?
উত্তর:- শ্রীলঙ্কায়
8. সম্প্রতি কোথায় সামরিক বিমান ঘাঁটি প্রতিষ্ঠার জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার?
উত্তর:- লাক্ষাদ্বীপ
9. সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৬তম অধিবেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?
উত্তর:- নিউ দিল্লি
10. সম্প্রতি কোন রাজ্য সরকার Rajiv Gandhi Civils Abhayahastam Scheme লঞ্চ করলো?
উত্তর:- তেলেঙ্গানা।
আরও পড়ুন:- 23rd জুলাই 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স