সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ঘূর্ণবাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Cyclone Related Questions Answer | Geography GK for All competitive Exam . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ঘূর্ণবাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Cyclone Related Questions Answer | Geography GK for All competitive Exam।
ঘূর্ণবাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Cyclone Related Questions Answer | Geography GK for All competitive Exam
1. সীমান্ত কী?
উত্তর:- দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের (উষ্ম বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জ) সামনের অংশ বা সীমানাকে সীমান্ত (Front) বলে।
2. উম্মু সীমান্ত কাকে বলে?
উত্তর:- যে সীমান্ত বরাবর উষ্ম বায়ুপুঞ্জ এগিয়ে যায়, সেই সীমান্তকে উম্মু সীমান্ত বলা হয়।
3. ঘূর্ণবাত কোন্ কোন্ অঞ্চলে সৃষ্ট হয়?
উত্তর:- ঘূর্ণবাত প্রধানত ক্রান্তীয় মণ্ডল ও নাতিশীতোষ্ম মণ্ডলে সৃষ্ট হয়।
4. ফ্রন্টোজেনেসিস কী?
উত্তর:- নিম্নচাপ বা ডিপ্রেসান (Depression) সৃষ্টির সামগ্রিক প্রক্রিয়াটিকে ফ্রন্টোজেনেসিস বলে।
5. ফ্রন্টোলিসিস কী?
উত্তর:- নিম্নচাপ বা ডিপ্রেসান বিনাশের সংশ্লিষ্ট পর্যায়কে ফ্রন্টোলিসিস বলে।
6. ঘূর্ণবাত কাকে বলে?
উত্তর:- ক্রান্তীয় ও নাতিশীতোষ্ম মণ্ডলের নিম্নচাপবিশিষ্ট ঝড়ঝঞ্ঝাকে ঘূর্ণবাত বলা হয়৷
7. পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়টির নাম কী?
উত্তর:- পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় হল টর্নেডো।
8. নাতিশীতো ঘূর্ণবাত উৎপত্তির রহস্য প্রথম কে উন্মোচন করেন?
উত্তর:- নাতিশীতোষ্ম ঘূর্ণবাতের উৎপত্তি সম্পর্কে সর্বপ্রথম ফিৎজরয় (Fitzroy) তাঁর সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।
9. ‘মেরু সীমান্ত তত্ত্বের’ উদ্ভাবক কে কে ছিলেন?
উত্তর:- নরওয়েজীয় আবহবিদ ভি.বার্কনেস, জে.বার্কনেস ও তাঁর সতীর্থ সোলবার্গ ‘মেরু সীমান্ত তত্ত্বের’ উদ্ভাবক।
10. ব্যারোক্লিনিক তত্ত্বের মূল কথা কী?
উত্তর:- ব্যারোক্লিনিক তত্ত্বের মূল কথা হল, মেরু বায়ুপুঞ্জ ও ক্রান্তীয় বায়ুপুঞ্জের মাঝ বরাবর সীমান্ত ব্যাতিরেকে নাতিশীতোষা ঘূর্ণবাতের সৃষ্টি হয়।
11. 'ব্যাগুই' কী?
উত্তর:- ফিলিপিন্স দ্বীপপুঞ্জের নিকটবর্তী উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাতকে ‘ব্যাগুই’ বলে।
12. টাইফুন কোথায় দেখা যায়?
উত্তর:- টাইফুন ক্রান্তীয় ঘূর্ণবাতটি জাপানের নিকটবর্তী জাপান সাগরে দেখা যায়।
13. অস্ট্রেলিয়ার উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম কী?
উত্তর:- অস্ট্রেলিয়ার উপকূলে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম উইলি উইলি।
14. অ্যান্টি-সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর:- ব্রিটিশ আবহবিদ স্যার ফ্রান্সিস গ্যালটন (Sir Francis Galton) ১৮৬১ সালে আন্টি-সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন।
15. প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে?
উত্তর:- হিমমণ্ডল ও নাতিশীতোষ্ম মণ্ডলের উচ্চচাপ কেন্দ্র থেকে বহির্মুখী ও অধোগামী ঘূর্ণবায়ুকে প্রতীপ ঘূর্ণবাত বলে।
16. কোন্ অঞ্চলে প্রতীপ ঘূর্ণবাত সৃষ্ট হলে বৃষ্টিপাত সংঘটিত হয়?
উত্তর:- উত্তর আটলান্টিক মহাসাগরের উপক্রান্তীয় প্রতীপ ঘূর্ণবাত আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত ঘটায়।
17. টুইস্টার কী?
উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রে সৃষ্ট টর্নেডোকে টুইস্টার (Twister) বলা হয়।
18. ‘ফিডার বলয়' কী?
উত্তর:- ঘূর্ণিঝড়ের কেন্দ্রের চারপাশে বৃষ্টিপাতের যে কুণ্ডলী বলয় দেখা যায় তাকে ফিডার বলয় বলে।
19. 'শুষ্করেখা' কী?
উত্তর:- উম্মু-আর্দ্র বায়ু এবং শীতল-শুষ্ক বায়ু যে সীমারেখা বরাবর পরস্পর সংযুক্ত হয় তাকে ‘শুষ্করেখা’ বলে।
20. অতিক্রান্তীয় ঘূর্ণিঝড় কী?
উত্তর:- ক্রান্তীয় অঞ্চলের সীমানার বাইরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে অতিক্রান্তীয় ঘূর্ণিঝড় বলে।
21. সাম্য বায়ুপ্রাচীর কী?
উত্তর:- উষ্মবায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জের সীমারেখাকে সাম্য বায়ুপ্রাচীর বলে।
22. কোন্ বলের প্রভাবে বায়ুপ্রবাহের দিক বিক্ষেপ ঘটে?
উত্তর:- কোরিওলিস।
23. কোন্ দুটি ঋতুতে টর্নেডোর প্রাদুর্ভাব বেশি হয়?
উত্তর:- গ্রীষ্ম ও বসন্ত ঋতুতে।
24. ঘূর্ণবাতের গবাক্ষ কী?
উত্তর:- ঘূর্ণবাতের কেন্দ্রস্থলকে ঘূর্ণবাতের গবাক্ষ বলে।
25. ঘূর্ণিঝড়ের পরিবার বলতে কী বোঝ?
উত্তর:- নাতিশীতোষ্ম অঞ্চলে একাধিক ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার ঘটনাকে ঘূর্ণিঝড়ের পরিবার বলে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF