সামুদ্রিক সঞ্চয় সংক্রান্ত প্রশ্ন উত্তর | Marine Storage Related Questions Answers

সামুদ্রিক সঞ্চয় সংক্রান্ত প্রশ্ন উত্তর | Marine Storage Related Questions Answers
সামুদ্রিক সঞ্চয় সংক্রান্ত প্রশ্ন উত্তর | Marine Storage Related Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সামুদ্রিক সঞ্চয় সংক্রান্ত প্রশ্ন উত্তর | Marine Storage Related Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সামুদ্রিক সঞ্চয় সংক্রান্ত প্রশ্ন উত্তর | Marine Storage Related Questions Answers।




সামুদ্রিক সঞ্চয় সংক্রান্ত প্রশ্ন উত্তর | Marine Storage Related Questions Answers

1. পিলেজিক সঞ্চয় কাকে বলে?

উত্তর:- মহীসোপানের পরবর্তী অংশ গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত জৈব পদার্থের সঞ্চয়কে পিলেজিক সঞ্চয় বলে।

2. সিন্ধুকর্দ কী? 

উত্তর:- গভীর সমুদ্রে বসবাসকারী সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ নিঃসৃত চুন ও সিলিকা জাতীয় বস্তুকণা সমুদ্রের জলে দ্রবীভূত হয়ে যে পিচ্ছিল ও তরল কর্দম সৃষ্টি করে, সেই কর্দমকে সিন্ধুকর্ম বলে। 


3. গ্লোবিজারিনা সিন্ধুকর্দ কী?

উত্তর:- যে ধরনের সিন্ধুমল গ্লোবিজারিনা নামে সূক্ষ্মাতিসূক্ষ্ম কীটের দেহাবশেষ দিয়ে গঠিত হয়, সেই পদার্থকে গ্লোবিজারিনা সিন্ধুকর্দ বলে।

4. রেডিওলারিয়ান সিন্ধুকর্দ কী?

উত্তর:- গভীর সমুদ্রে রেডিওলারিয়া ও ফোরামিনিফেরা প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর দেহ নিঃসৃত লালা থেকে যে ধরনের সিন্ধুকর্দ সৃষ্টি হয়, সেই সিন্ধুকর্দকে রেডিওলারিয়ান সিন্ধুকর্দ বলে।

5. ডায়াটম কী?

উত্তর:- গভীর সমুদ্রে সৃষ্ট নীলাভ বা পীতবর্ণের ক্ষুদ্রাতিক্ষুদ্র উদ্ভিদকে ডায়াটম বলে।

6. নেরিটিক সঞ্চয় কী?

উত্তর:- অগভীর সমুদ্রে শামুক, ঝিনুক, কাঁকড়া, স্পঞ্জ, প্রবাল প্রভৃতি প্রাণীর দেহাবশেষ দিয়ে গঠিত অবক্ষেপকে নেরিটিক সঞ্চয় বলে। 


7. হেমিপিল্যাজিক সঞ্চয় কী?

উত্তর:- মহীঢাল বরাবর স্থলবিধৌত অজৈব পদার্থ এবং সামুদ্রিক জৈব ও অজৈব পদার্থের সম্মিলিত সঞ্চয়কে হেমিপিল্যাজিক সঞ্চয় বলে।

8. ইউপিল্যাজিক সঞ্চয় কী?

উত্তর:- গভীর সমুদ্রের সমভূমি ও সমুদ্রখাত বরাবর জৈব ও অজৈব পদার্থের সম্মিলিত সদয়কে ইউপিল্যাজিক সদয় বলে।

9. উপবায়বীয় অবক্ষেপ কী?

উত্তর:- স্থলভাগের আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত পদার্থসমূহ প্রাকৃতিক জলধারার মাধ্যমে সমুদ্রবক্ষে সতি হলে, সেই পদার্থকে উপবায়বীয় অবক্ষেপ বলে।

10. অন্তঃসাগরীয় অবক্ষেপ কাকে বলে?

উত্তর:- সমুদ্রগর্ভের আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত পদার্থ সমুদ্রতলদেশে সতি হলে, সেগুলিকে অন্তঃসাগরীয় অবক্ষেপ বলে।


11. লিউটাইট কী?

উত্তর:- মহাসাগরের তলদেশে ৫,৪০০ মিটারের অধিক গভীরতায় অ্যালুমিনা সিলিকেট ও বিভিন্ন পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে সতি লাল কাদাকে লিউটাইট বলে।

12. কসমিক ফেরিউল কী?

উত্তর:- গভীর সমুদ্রে মহাজাগতিক বস্তুকণার সয়কে কসমিক ফেরিউল বলে।

13. বেনথস কী?

উত্তর:- সমুদ্রের তলদেশে সামুদ্রিক আৰ্চিন, স্পঞ্জ, প্রবাল প্রভৃতি প্রাণীর অবস্থানকে বেথস বলে।

14. নেকটন কী?

উত্তর:- সমুদ্রের তলদেশে চূর্ণকায় কঙ্কালবিশিষ্ট বিচরণশীল প্রাণীকে নেকটন বলে।


15. অ্যাটল কী?

উত্তর:- অঙ্গুরীয়াকার প্রবাল দ্বীপকে অ্যাটল বলে।

16. নীলকাদা কাকে বলে?

উত্তর:- আয়রন সালফাইড ও জৈবপদার্থ মিশ্রিত স্থলবিধৌত সূক্ষ্ম কর্করকে নীলকাদা বলে৷

17. টেরোপড কী?

উত্তর:- সমুদ্রজলে ভাসমান শামুককে বলে টেরোপড়। 


18. ধাতব নুড়ি কী?

উত্তর:- সমুদ্রগর্ভে তামা, দস্তা, নিকেল, মলিবডেনাম ও ইউরেনিয়াম প্রভৃতি ধাতব পদার্থের সঞ্চয়কে বলে ধাতব নুড়ি।

19. ১ নটিক্যাল মাইল = কত কিমি?

উত্তর:- ১ নটিক্যাল মাইল = ১.৮৫ কিমি।

20. অন্তঃসাগরীয় অবক্ষেপ কী?

উত্তর:- আগ্নেয়গিরি থেকে নির্গত আগ্নেয় পদার্থের সমুদ্রতলদেশে সঞ্চয়কে বলে অন্তঃসাগরীয় অবক্ষেপ।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post