সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সেন বংশ প্রশ্ন উত্তর ইতিহাস জিকে | Sen Dynasty Question Answer | History Gk for All Competitive Exam . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সেন বংশ প্রশ্ন উত্তর ইতিহাস জিকে | Sen Dynasty Question Answer | History Gk for All Competitive Exam।
সেন বংশ প্রশ্ন উত্তর ইতিহাস জিকে | Sen Dynasty Question Answer | History Gk for All Competitive Exam
1. বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর:- সামন্ত সেন
2. স্বাধীন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- বিজয় সেন কে
3. সেন রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা কাকে বলা হয়?
উত্তর:- বিজয় সেন
4. বিজয় সেনের রাজধানী কোথায় ছিল?
উত্তর:- দুটি রাজধানী ছিল- পূর্ববঙ্গের বিক্রমপুর এবং পশ্চিমবঙ্গের বিজয়পুর
5. বিজয় সেনের মৃত্যুর পর সেন বংশের রাজা কে হন?
উত্তর:- বল্লাল (সেন বিজয় সেনের পুত্র)
6. দানসাগর ও অদ্ভূতসাগর গ্রন্থ দুটি কে রচনা করেছেন?
উত্তর:- বল্লাল সেন
7. বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর:- বল্লাল সেন
8. বল্লাল চরিত গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- আনন্দ ভট্ট
9. বাংলার শেষ স্বাধীন হিন্দু নরপতি (রাজা) কে ছিল?
উত্তর:- লক্ষণ সেন
10. গৌড়েশ্বর উপাধি ছিল কোন সেন রাজার?
উত্তর:- লক্ষণ সেনের
11. গীতগোবিন্দ গ্রন্থটি কার লেখা?
উত্তর:- লক্ষণ সেনের সভাকবি- জয়দেবের লেখা।
12. আর্য সপ্তসতী গ্রন্থটি কার লেখা?
উত্তর:- লক্ষণ সেনের সভাকবি গোবর্ধর্নের লেখা।
13. বক্তিয়ার খলজির বাংলা আক্রমণ এর সময় বাংলার রাজা কে ছিল?
উত্তর:- লক্ষণ সেন
14. সেন বংশের শেষ রাজার নাম কী?
উত্তর:- কেশব সেন
15. ‘পবনদূত’ গ্রন্থটি কার রচিত?
উত্তর:- লক্ষণ সেনের সভাকবি ধোয়ীর রচিত।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF