সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP Top Questions Answers | Part-8 . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP Top Questions Answers | Part-8।
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP Top Questions Answers | Part-8
1. ভারতের পার্লামেন্ট কয় কক্ষবিশিষ্ট?
উত্তর:- দুই কক্ষ বিশিষ্ট।
2. ভারতে দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের
নামগুলি কি কি?
উত্তর:- রাজ্যসভা ও লোকসভা।
3. ভারতে রাজ্যসভার মোট আসন সংখ্যা কয়টি?
উত্তর:- ২৫০ টি (২৩৮টি নির্বাচিত এবং ১২টি
সংরক্ষিত)।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | Part-7
4. ভারতে লোকসভার মোট আসন সংখ্যা কয়টি?
উত্তর:- ৫৫২ টি (৫৫০টি নির্বাচিত এবং ২টি সংরক্ষিত)।
5. ভারতে লোকসভার কত আসনে বর্তমানে
নির্বাচন হয়?
উত্তর:- ৫৪৩ টি আসনে।
6. ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা
গর্ভনর পদে নিযুক্ত হয়েছিলেন?
উত্তর:- সরোজিনী নাইডু।
7. মহাত্মা গান্ধী দক্ষিন আফ্রিকা থেকে কবে
দেশে প্রত্যাবর্তন করেছিলেন?
উত্তর:- ০৯ জানুয়ারী ১৯১৫।
8. মহাত্মা গান্ধী কবে নিহত হন?
উত্তর:- ৩০ জানুয়ারী, ১৯৪৮ (বিড়লা হাউজে)।
9. বিড়লা হাউসের বর্তমান নাম উল্লেখ করো?
উত্তর:- গান্ধী সদন।
10. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এসউইচ বধ্যভূমিতে
কত লোককে হত্যা করা হয়েছিল?
উত্তর:- ১৫ লক্ষ।
11. ভারতের কংগ্রেসের বর্তমান সভাপতি কে?
উত্তর:- মল্লিকার্জুন খাড়্গে।
12. মাদার তেরেসা কবে মৃত্যুবরণ করেছিলেন?
উত্তর:- ০৫ সেপ্টেম্বর ১৯৯৭।
13. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কবে সংঘটিত হয়েছিল?
উত্তর:- ০৯ জানুয়ারী ১৯১৫।
14. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কার নেতৃত্বে সংঘটিত হয়েছিল?
উত্তর:- জেনারেল রেজিল্যান্ড ডায়ার।
15. জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডে প্রায় কতজন নিহত ও আহত হয়েছিল?
উত্তর:- ৫০০ ও ১,৫০০ জন।
16. ভারত-চীন যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল?
উত্তর:- ১১ অক্টোবর, ১৯৬২।
17. ইন্দিরা গান্ধী কত সালে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন?
উত্তর:- ৩১ অক্টেবর ১৯৮৪।
18. ভারতীয় সংবিধানের প্রস্তাবের জনক কে ছিলেন?
উত্তর:- জওহরলাল নেহেরু।
19. তাসখন্দ চুক্তি কবে সাক্ষরিত হয়েছিল?
উত্তর:- ১১ জানুয়ারী ১৯৬৬।
20. ভারতের রাজ্যসভার চেয়ারম্যান কে?
উত্তর:- উপ-রাষ্ট্রপতি।
আরও পড়ুন:-
❏1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1000+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF-Click Here
❏250+ ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর PDF-Click Here
❏পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF-Click Here
❏2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1200 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের উপনাম PDF-Click Here
❏200+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
