সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP Important Question Answers | Part-7 . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP Important Question Answers | Part-7।
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP Important Question Answers | Part-7
1. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থান করছে?
উত্তর:- সুন্দরবনে।
2. হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেছিলেন?
উত্তর:- এডমন্ড হ্যালি।
3. ভারতের শস্যাগার নামে পরিচিত কোন রাজ্য?
উত্তর:- পাঞ্জাব।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | Part-6
4. আমেরিকা কবে স্বাধীনতা লাভ করেছিল?
উত্তর:- ৪ জুলাই ১৭৭৬ সালে।
5. মুকুরুথি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- তামিলনাড়ু।
6. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়ে থাকে?
উত্তর:- ৮ ই মার্চ।
7. ভূজ হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- গুজরাট।
8. ভারতের প্রথম মহিলা কলেজটির নাম উল্লেখ করো?
উত্তর:- বেথুন কলেজ।
9. আধুনিক শিল্প দানব বলা হয়ে থাকে কোন শিল্পকে?
উত্তর:- লৌহ ইস্পাত।
10. ধুনো কোন গাছের নির্যাস থেকে উৎপাদন হয়?
উত্তর:- শাল গাছের।
11. বাতাসের শহর বলা হয় কোন শহরকে?
উত্তর:- শিকাগো।
12. শিবাজী সাগর কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- মহারাষ্ট্র।
13. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী?
উত্তর:- সান্দাকফু।
14. প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ উল্লেখ করো?
উত্তর:- দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন
15. ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের প্রভাবে?
উত্তর:- এ্যাডরেনালিন হরমোন
16. মৃদু আলোতেও কাজ করে চোখের কোন অংশটি?
উত্তর:- রডস
17. দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশটি?
উত্তর:- কনস
18. রঙ্গীন জিনিস দেখতে সাহায্য করে চোখের কোন অংশটি?
উত্তর:- কোনস
19. সর্বাধিক সার উৎপাদনকারী রাজ্যটির নাম কী?
উত্তর:- গুজরাত
20. গোলাপী বিপ্লব কোটির সাথে সম্পর্কিত?
উত্তর:- চিংড়ি।
আরও পড়ুন:-
❏1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1000+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF-Click Here
❏250+ ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর PDF-Click Here
❏পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF-Click Here
❏2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1200 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের উপনাম PDF-Click Here
❏200+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
