সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP SI Important Question Answer | Part-6 . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP SI Important Question Answer | Part-6।
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP SI Important Question Answer | Part-6
1. "Geography" শব্দটির বাংলা প্রতিশব্দ উল্লেখ করো?
উত্তর: ভূগোল।
2. কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করেছিলেন?
উত্তর : গ্রিস।
3. কোন ভূগোলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করেছিলেন?
উত্তর : ইরাটসলেনিস।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | Part-5
4. 'পারসেপটিকস অন দ্য নেচার অব জিওগ্রাফি' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ১৯৫৯ সালে।
5. ভূগোলের শাখা কয়টি?
উত্তর : ৯টি।
6. মাধ্যমিক স্তরে ভূগোলের কোন শাখাটি পড়ানো হয়?
উত্তর : 'A' শাখাটি।
7. মহাকাশে অসংখ্য কি দেখা যায়?
উত্তর : জ্যোতিষ্ক।
8. সূর্য একপ্রকার কি?
উত্তর : নক্ষত্র।
9. চাঁদ একপ্রকার কি?
উত্তর : উপগ্রহ।
10. নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে কি?
উত্তর : জ্বলন্ত বাষ্পপিণ্ড।
11. নিজস্ব আলো ও উত্তপ আছে কার?
উত্তর : নক্ষত্রের।
12. পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম উল্লেখ করো?
উত্তর : সূর্য।
13. সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
উত্তর : আনুমানিক ১৫ কোটি কি. মি.।
14. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর : ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.।
15. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর : ১ মি. ২০/৩০ সে.।
16. সূর্যের নিকটতম নক্ষত্রটির নাম কী?
উত্তর : প্রঙ্মিা সেন্টারাই।
17. পৃথিবী থেকে "প্রঙ্মিা সেন্টারাই" -এর দূরত্ব কত?
উত্তর : ৩৮ লাখ কোটি কি. মি.।
18. গ্যালাক্সি -এর ক্ষুদ্র অংশকে কি বলা হয়?
উত্তর : ছায়াপথ।
19. ছায়াপথ কোন আকাশে লক্ষ করা যায়?
উত্তর : উত্তর-দক্ষিণ।
20. উল্কার অপর নাম উল্লেখ করো?
উত্তর : ছুটন্ত তারা।
আরও পড়ুন:-
❏1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1000+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF-Click Here
❏250+ ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর PDF-Click Here
❏পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF-Click Here
❏2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1200 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের উপনাম PDF-Click Here
❏200+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
