সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP General knowledge Questions Answer | Part-5 . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP General knowledge Questions Answer | Part-5।
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP General knowledge Questions Answer | Part-5
1. ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর:- ঘুসুড়ি।
2. কোন শহরকে ‘ভারতের ম্যাঞ্চেস্টার’ বলা হয়ে থাকে?
উত্তর:- আহমেদাবাদ।
3. ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে?
উত্তর:- গুজরাট।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | Part-4
4. ভারতের প্রথম পাটকলটি কোথায় স্থাপিত হয়?
উত্তর:- পশ্চিমবঙ্গের রিষড়ায়।
5. প্রথম শ্রেণীর শহর হতে হলে, সেই শহরের জনসংখ্যা কত হতে হবে?
উত্তর:- ১ লক্ষের বেশী।
6. মহানগর বলা হয় সেই শহরকে, যার জনসংখ্যা কত?
উত্তর:- ১০ লক্ষের বেশী।
7. ভারতের বৃহত্তম বিমানবন্দরটির নাম কী?
উত্তর:- ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী।
8. ‘ভারতের প্রবেশ দ্বার’ বলা হয় কোন শহরকে?
উত্তর:- মুম্বাই।
9. ভারতের মূলধনের রাজধানী বলা হয়ে থাকে কোন শহরকে?
উত্তর:- মুম্বাইকে।
10. ভারতের অধিকাংশ হিন্দী চলচ্চিত্র নির্মিত হয় কোথায়?
উত্তর:- মুম্বাইয়ে।
11. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে কত সালে স্থানান্তরিত করা হয়?
উত্তর:- ১৯১১ সালে।
12. ভারতের ওয়েলিংডন বিমানঘাঁটি কোথায় অবস্থিত?
উত্তর:- ব্যাঙ্গালোরে।
13. ভারতের পঞ্চম বৃহত্তম মহানগরটির নাম কী?
উত্তর:- ব্যাঙ্গালোর।
14. সালারজঙ্গ জাদুঘর কোন শহরে অবস্থিত?
উত্তর:- হায়দ্রাবাদে।
15. হায়দ্রাবাদের যমজ শহর কোনটিকে বলা হয়?
উত্তর:- সেকেন্দ্রাবাদ।
16. হায়দ্রাবাদ শহরটি কোন নদীটির তীরে অবস্থিত?
উত্তর:- মুসী নদীর তীরে।
17. কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়ে থাকে?
উত্তর:- ব্যাঙ্গালোরকে।
18. ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরী কোন শহরে অবস্থতি?
উত্তর:- ব্যাঙ্গালোরে।
19. আহমেদাবাদ শহরটি কোন নদীটির তীরে অবস্থিত?
উত্তর:- সবরমতী নদীর তীরে।
20. উত্তরপ্রদেশে সর্বপ্রধান শিল্পকেন্দ্র স্থাপিত হয় কোথায় কোনটি?
উত্তর:- কানপুর।
21. লক্ষণৌ শহরটি কোন নদীটির তীরে অবস্থিত?
উত্তর:- গোমতী নদীর তীরে।
আরও পড়ুন:-
❏1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1000+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF-Click Here
❏250+ ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর PDF-Click Here
❏পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF-Click Here
❏2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1200 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের উপনাম PDF-Click Here
❏200+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
