সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP SI Important General knowledge . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP SI Important General knowledge।
পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | WBP SI Important General knowledge
1. ভারতের কোন শহরকে ‘গোপালী শহর’ বলা হয়ে থাকে?
উত্তর:- জয়পুরকে।
2. ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থান করছে?
উত্তর:- কোচিনে।
3. ভারতের কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি কোন শহরে অবস্থান করছে?
উত্তর:- কোচিনে।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রশ্ন ও উত্তর | Part-3
4. বরোদা শহরের নতুন নামটি উল্লেখ করো?
উত্তর:- ভাদোদরা।
5. দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির ‘মিনাক্ষী মন্দির’ কোন শহরে অবস্থিত?
উত্তর:- মাদুরাইতে।
6. কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়ে থাকে?
উত্তর:- মাদুরাই।
7. কাশী বিশ্বনাথ মন্দির কোন শহরে অবস্থিত?
উত্তর:- বারাণসীতে।
8. হিন্দুস্থান শিপইয়ার্ড কোন শহরে অবস্থিত?
উত্তর:- বিশাখাপত্তনমে।
9. হুগলী নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরণের বন্দরের উদাহরণ?
উত্তর:- নদী বন্দর।
10. বোম্বাই বন্দর কোন ধরণের বন্দরের উদাহরণ?
উত্তর:- সমুদ্র বন্দর।
11. ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দরটির নাম কী?
উত্তর:- মুম্বাই বন্দর।
12. যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান দখল করেছে?
উত্তর:- মাদ্রাজ।
13. মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির স্থান ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর:- মুম্বাই।
14. ভারতে আমদানী বাণিজ্যে কোন বন্দর প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর:- মুম্বাই।
15. ভারতে রপ্তানী বাণিজ্যে কোন বন্দর প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর:- মার্মাগাঁও।
16. ভারতে অধিকাংশ লৌহ-আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানী করা হয়ে থাকে?
উত্তর:- মার্মাগাঁও।
17. ভারতের আমদানী বাণিজ্যে কলকাতা বন্দরের স্থান কত?
উত্তর:- দ্বিতীয়।
18. ‘ডলফিনস নোজ’ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্ঠিত বন্দরটির নাম উল্লেখ করো?
উত্তর:- বিশাখাপত্তনম।
19. ভারতের প্রথম হাইটেক বন্দরটির নাম কী?
উত্তর:- নভসেবা।
20. নভসেবা বন্দরটির নতুন নাম উল্লেখ করো?
উত্তর:- জওহরলাল নেহেরু বন্দর।
21. ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- গুজরাট।
আরও পড়ুন:-
❏1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1000+ জিকে MCQ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏ভারতবর্ষ সংক্রান্ত প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF-Click Here
❏250+ ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর PDF-Click Here
❏পৃথিবীর বৃহত্তম ও ক্ষুদ্রতম বিষয়সমূহ PDF-Click Here
❏2000 ভূগোল প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000 ইতিহাস প্রশ্ন উত্তর PDF-Click Here
❏1200 জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর PDF-Click Here
❏1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের উপনাম PDF-Click Here
❏200+ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
❏মানবদেহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF-Click Here
