একনজরে ভারতের কেন্দ্রীয় ব্যবস্থা বিভাগ বা সংসদ | India Central Government or Parliament

একনজরে ভারতের কেন্দ্রীয় ব্যবস্থা বিভাগ বা সংসদ | India Central Government or Parliament
একনজরে ভারতের কেন্দ্রীয় ব্যবস্থা বিভাগ বা সংসদ | India Central Government or Parliament

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি একনজরে ভারতের কেন্দ্রীয় ব্যবস্থা বিভাগ বা সংসদ | India Central Government or Parliament . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে একনজরে ভারতের কেন্দ্রীয় ব্যবস্থা বিভাগ বা সংসদ | India Central Government or Parliament।




একনজরে ভারতের কেন্দ্রীয় ব্যবস্থা বিভাগ বা সংসদ | India Central Government or Parliament

❏ রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে ভারতের কেন্দ্রীয় ব্যবস্থা বিভাগ বা ভারতীয় সংসদ গঠিত। ভারতের সংবিধান অনুসারে ভারতের সংসদ বা কেন্দ্রীয় আইনসভা দুটি কক্ষ (Chamber) নিয়ে গঠিত, এদের একটি হল লোকসভা এবং অপরটি হল রাজ্যসভা। ভারতীয় সংসদের এই দুটি কক্ষের গঠন ও কাজের ধরন আলাদা।

❏ রাজ্যসভা: রাজ্যসভার মোট ২৫০ জন সদস্যদের মধ্যে ২৩৮ জন সদস্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন এবং বাকি ১২ জন মনোনীত সদস্যকে ভারতের রাষ্ট্রপতি বিজ্ঞান, সাহিত্য, কলা ও সমাজসেবার ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে মনোনয়ন করেন। এটি একটি স্থায়ী সভা, কখনও একে ভেঙে দেওয়ার প্রয়োজন হয় না। প্রতি দু’বছর অন্তর রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য অবসর নেন এবং তাঁদের জায়গায় নতুন সদস্যরা নির্বাচিত হয়ে আসেন। ভারতের উপরাষ্ট্রপতি তাঁর পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। তাঁকে সাহায্য করার জন্য রাজ্যসভার সদস্যরা ডেপুটি চেয়ারম্যান নিয়োগ করেন। ৩০ বছরের কম বয়সের কোনও লোক রাজ্যসভার সদস্য হতে পারেন না।

রাজ্যসভার অর্থবিল ছাড়া অন্য যে-কোনও বিল বা আইনের প্রস্তাব আনা যায়, যা রাজ্যসভা পাস করতে, পরিবর্তন করতে, প্রত্যাখ্যান করতে বা বিবেচনার জন্য লোকসভায় প্রেরণ করতে পারে। কিন্তু লোকসভা সেই বিল আবার রাজ্যসভায় পাঠালেও রাজ্যসভা যদি তা ৬ মাসের মধ্যে গ্রহণ না করে তবে তা আইন হিসেবে পরিণত হয়। অর্থবিল শুধুমাত্র লোকসভায় আনা যায়, রাজ্যসভায় আনা যায় না।

❏ লোকসভা: ১৮ বছর বা তার বেশি বয়সের প্রাপ্তবয়স্কদের ভোটে লোকসভার সদস্যরা ৫ বছরের জন্য নির্বাচিত হন। লোকসভার মোট ৫৫০ জন সদস্যের মধ্যে ৫৩০ জন সদস্য ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং বাকি ২০ জন সদস্য ভারতের অঙ্গরাজ্য থেকে জনসাধারণের প্রত্যক্ষ ভোটে সরাসরিভাবে নির্বাচিত হন। কেবলমাত্র ২ জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন।

অন্ততঃ ২৫ বছর বয়েসি যে-কোন ভারতীয় নাগরিক লোকসভার সদস্য হতে পারেন। সাধারণ নির্বাচনের পর নতুন লোকসভার প্রথম অধিবেশনে সদস্যরা একজন স্পীকার ও একজন ডেপুটি স্পীকার নির্বাচন করেন এবং এই সভার স্থায়িত্বকাল পর্যন্ত তাঁরা সভার কাজ পরিচালনা করেন। লোকসভার সদস্যরা ৫ বছরের জন্য নির্বাচিত হলেও বিশেষ পরিস্থিতিতে (যেমন : লোকসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত হলে) রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে ৫ বছরের আগেই লোকসভা ভেঙে দিতে পারেন।

যে কোনও বিল বা আইনঘটিত প্রস্তাব লোকসভায় এবং রাজ্যসভায় উপস্থাপিত হতে পারলেও অর্থসংক্রান্ত বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপন ও পাশ করাতে হয়। সংসদে গৃহীত বিল আইনে পরিণত করতে হলে রাষ্ট্রপতির লিখিত সম্মতি প্রয়োজন। তিনি ইচ্ছা করলে অর্থবিল ছাড়া অন্যান্য বিল পুনর্বিবেচনার জন্য আবার সংসদে ফেরত পাঠাতে পারেন, কিন্তু অর্থবিল একবার লোকসভায় পাশ হলে রাষ্ট্রপতি তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন না।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post