Posts

ভারতের সংবিধান প্রশ্নোত্তর | Constitution of India Question Answer

Image
ভারতের সংবিধান প্রশ্নোত্তর | Constitution of India Question Answer ভারতের সংবিধান প্রশ্নোত্তর | Constitution of India Question Answer 1. পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম পূর্ণাঙ্গ রূপ এর বিখ্যাত সংবিধান কোন দেশের? উত্তর:- ভারতের 2. সংবিধান রচনা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর:- ডঃ আম্বেদকর 3. ধর্ম পালনের অধিকার সংবিধানের কোন ধারায় স্বীকৃতি দেওয়া হয়েছে? উত্তর:- 25 থেকে 28 ধারায়। 4. ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা কবে গৃহীত হয়? উত্তর:- জুলাই 1947 সালে 5. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে? উত্তর:- 1935 সালে 6. সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয়? উত্তর:- 1949 সালের 26 শে নভেম্বর 7. সংবিধান সভায় গৃহীত সংবিধানে সভাপতিত্ব হিসেবে কে স্বাক্ষর করেন? উত্তর:- ডঃ রাজেন্দ্র প্রসাদ 8. মূল সংবিধানে কয়টি ধারা ও তপশিলি আছে? উত্তর:- 395 টি ধারা ও 8 টি তপশিল 9. সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তর:- সচ্চিদানন্দ সিনহা 10. কত সালে সংবিধানের 42 তম সংশোধনী গৃহীত হয়েছিল? উত্তর

সিন্ধু সভ্যতা | হরপ্পা সভ্যতার প্রশ্নোত্তর | Harappan Civilization Questions Answers

Image
  সিন্ধু সভ্যতা | হরপ্পা সভ্যতার প্রশ্নোত্তর Harappan Civilization Questions Answers সিন্ধু সভ্যতা | হরপ্পা সভ্যতার প্রশ্নোত্তর Harappan Civilization Questions Answers 1. হরপ্পা সভ্যতার আবিস্কার করেন কে? উত্তর:- দয়ারাম সাহানি 2. সিন্ধু সভ্যতাকে বলা হয়- উত্তর:- শহর ভিত্তিক 3. সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? উত্তর:- মহেঞ্জোদাড়োতে 4. সিন্ধু সভ্যতার দুটি শহরের নাম উল্লেখ করো। উত্তর:- ধোলাভিরা ও লোথাল 5. নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া গেছে? উত্তর:- মহেঞ্জোদারো 6. হরপ্পা এবং প্রাক-হরপ্পা এই দুটি সাংস্কৃতিক পর্যায়ের প্রমাণ পাওয়া যায় কোন স্থানে? উত্তর:- কালিবঙ্গান 7. হরপ্পার লোকেরা কোন সংখ্যার ব্যবহার জানতেন? উত্তর:- 16 এবং এর গুণক 8. সিন্ধু উপত্যকার লোকদের জন্য পবিত্র প্রাণী কোনটি ছিল? উত্তর:- ব্রাহ্মণীর ষাঁড় 9. সিন্ধু সভ্যতার নগরী লোথাল বর্তমানে কোথায় অবস্থিত? উত্তর:- গুজরাট 10. সিন্ধু সভ্যতার আবিষ্কারে কে প্রধান ভূমিকা পালন করেছিলেন? উত্তর:- স্যার জন মার্শাল 11. মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুদের কি বলত? উত্তর:- মেলুহা 12. সি

WBCS গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBCS Important Questions Answers

Image
WBCS গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBCS Important Questions Answers WBCS গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | WBCS Important Questions Answers 1. পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানারেখা প্রায় কত কিমি? উত্তর:- 2272 2. স্ট্যালাকটাইট দেখতে পাওয়া যায় কোন অঞ্চলে? উত্তর:- পলিগঠিত অঞ্চলে 3. ফ্লুরোসিস রোগের ক্ষতিগ্রস্ত হয় মানবদেহের কোন অঙ্গ? উত্তর:- দাঁত ও হাড় 4. সিন্ধু সভ্যতা ছিল কী ধরনের সভ্যতা? উত্তর:- নগরভিত্তিক সভ্যতা 5. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বিচারব্যবস্থা কোন হাইকোর্ট থেকে পরিচালিত হয়? উত্তর:- কলকাতা হাইকোর্ট 6. কোন দেশের সহায়তায় প্রায় ১৫০টি গ্রামকে ‘Villages of Excellence’-এ পরিনত করতে চলেছে ভারত? উত্তর:- ইজরায়েল 7. ইনভেস্ট এবং মার্কেট ট্র্যাক করার জন্য ‘Pops’ নামে মেসেঞ্জার চালু করেছে কোন কোম্পানী? উত্তর:-  Paytm 8. বাংলায় ব্রিটিশ শাসনের প্রথম ভাগ কত সালে শুরু হয়েছিল? উত্তর:- 1905 সালে 9. বিশ্ববানিজ্য সংস্থা কত খ্রীস্টাব্দে গঠিত হয়েছিল? উত্তর:- ১৯৯৫ খ্রীস্টাব্দে ১লা জানুয়ারী 10. সৎনামী বিদ্রোহ কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল? উত্তর:- ঔরঙ্গজেব 11. পশ্চি

WBPSC মিসলেনিয়াস প্রশ্ন ও উওর | PSC Miscellaneous GK Mock Test in Bengali

Image
WBPSC মিসলেনিয়াস প্রশ্ন ও উওর | PSC Miscellaneous GK Mock Test in Bengali WBPSC মিসলেনিয়াস প্রশ্ন ও উওর | PSC Miscellaneous GK Mock Test in Bengali 1. গম উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে? উত্তর:- মুর্শিদাবাদ জেলা 2. শশাঙ্কের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর:- 637 3. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? উত্তর:- আমাজন নদী অববাহিকা 4. ভারতে পৃথক সংবিধান আছে এমন রাজ্য কোনটি? উত্তর:- জম্মু ও কাশ্মীর 5. "ইউরোপিয়ান ইউনিয়ন" -এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর:-  ব্রাসেলস 6. "তৃষ্ণা অভয়ারণ্য" কোন রাজ্যে অবস্থিত? উত্তর:-  ত্রিপুরা 7. "ওয়েলেসলি স্ট্রীট" -এর বর্তমান নাম উল্লেখ করো? উত্তর:- রফি আহমেদ কিদোয়াই রোড 8. "খালিমপুর কপার প্লেট" থেকে কোন রাজার কথা জানা গিয়েছে? উত্তর:- দেবপাল 9. তাপীয় আয়ন তত্ত্বের প্রবক্তা কে? উত্তর:- মেঘনাদ সাহা 10. "আধুনিক পাঞ্জাবের জনক" কাকে বলা হয়? উত্তর:- লর্ড হার্ডিঞ্জ 11. দ্রুত শিল্পায়ন কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল? উত্তর:- দ্বিতীয় 12. বিধানসভায় সভাপতিত্ব

বাংলা জিকে প্রশ্নোত্তর | Bengali GK for Competitive Exam

Image
বাংলা জিকে প্রশ্নোত্তর | Bengali GK for Competitive Exam বাংলা জিকে প্রশ্নোত্তর | Bengali GK for Competitive Exam 1. দীপন প্রাবল্যের একক কি? উত্তর:- ক্যান্ডেলা 2. পৃথিবীতে সবচেয়ে বৃহৎ তেল উৎপাদন করে কোন দেশ? উত্তর:- রাশিয়া 3. ভারতের সংবিধানে 'রাষ্ট্রের নির্দেশক নীতিসমূহ' অনুপ্রাণিত হয়েছে কোন থেকে? উত্তর:- আয়ারল্যান্ডের সংবিধানের থেকে 4. চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন? উত্তর:- সুন্দরলাল বহুগুনা 5. ঘনিভবন বলতে কি বোঝো? উত্তর:- বাষ্প থেকে তরলে রূপান্তরন 6. ক্যামেরায় ব্যবহৃত হয় কোন ধরনের লেন্স? উত্তর:- উত্তল লেন্স 7. বেতলা ন্যাশনাল পার্কটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর:- ঝাড়খন্ড 8. কোন ধরনের চলনের দ্বারা উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে? উত্তর:- ট্যাকটিক চলন 9. কোনটির প্রভাবে পাতার রং বিবর্ণ হয়ে যায়? উত্তর:- সালফার ডাই অক্সাইড 10. কে "হিন্দু প্যাট্রিয়ট" -এর সম্পাদক ছিলেন? উত্তর:- হরিশচন্দ্র মুখার্জী 11. অল ইন্ডিয়া রেডিও কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর:- ১৯৩৬ সালে।

ইতিহাস জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History GK Questions Answers

Image
  ইতিহাস জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History GK Questions Answer ইতিহাস জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | History GK Questions Answer 1. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুর। 2. "স্বরাজ আমার জন্মগত অধিকার" - এই বিখ্যাত উক্তিটি কার? উত্তর:- বালগঙ্গাধর তিলকের। 3. সত্যশোধক সমাজ কে স্থাপন করেছিলেন? উত্তর:- জ্যোতিবা ফুলে। 4. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কার দ্বারা গঠন হয়েছিল? উত্তর:- রাসবিহারী বসু। 5. ভারতের রক্ষাকর্তা কোন শাসককে বলা হয়ে থাকে? উত্তর:- স্কন্দগুপ্ত কে। 6. গদর শব্দের অর্থ উল্লেখ করো? উত্তর:- বিপ্লব। 7. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? উত্তর:- বল্লাল সেন। 8. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম উল্লেখ করো? উত্তর:- বেঙ্গল গেজেট। 9. সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুটির ব্যবহার জানতো না? উত্তর:- লোহার ব্যবহার জানত না। 10. হুমায়ুননামা কে রচনা করেছিলেন? উত্তর:- গুলবদন বেগম। 11. আর্য সমাজ কে প্রতিষ্ঠাতা করেছিল? উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী। 12. চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? উত্তর:- 1539 খ্রিস্টাব্দে। 13. মনসবদা